সেপ্টেম্বর ২৯, ২০২২
পাটকেলঘাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু
পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ভৈরবনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল শিক্ষকের নাম মতিয়ার রহমান (৫৭)। তিনি পাটকেলঘাটা থানার মিঠাবাড়ী এলাকার বাসিন্দা ও জুজখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ৩.৪০ মিনিটের দিকে স্কুৃল থেকে বাড়ি ফেরার পথে ভৈরবনগর মোড় থেকে মিঠা বাড়ির দিকে যাচ্ছিল মতিয়ার রহমান। এ সময় পিছন দিক থেকে সাতক্ষীরাগামী একটি মোটরসাইকেল তাকে সাজোরে ধাক্কা দিলে রাস্তার উপরে পড়ে মতিয়ার রহমান গুরতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। এ ব্যাপারে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 8,284,121 total views, 5,762 views today |
|
|
|