সেপ্টেম্বর ২৯, ২০২২
দোকান থেকে পাট চুরি করে ট্রাকে ভর্তি করে নিয়ে গেলো চোর!
পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটার কুমিরার বাজার মোড়ে আমজাত মোড়লের পাট গুদাম থেকে প্রায় দেড়শ মণ ওজনের পাট ট্রাক ভর্তি করে চুরি করে নিয়ে গেছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে চোর সিন্ডিকেটের সদস্যরা দোকানের তালা ভেঙে এ চুরি সংঘটিত করে। জানা গেছে, কুমিরা বকশিয়া গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে পাট ব্যবসায়ী আমজাত মোড়ল তার দোকানে পাট বেচা-কেনা শেষে রাতে বাড়ি চলে যান। ভোরে তিনি দোকানে এসে দেখেন দোকানের দরজার তালা ভাঙা। পরে দোকানে ঢুকে দেখেন প্রায় দেড়শ মণ পাট নেই। যার আনুমানিক বর্তমান বাজার মূল্য প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা। এসময় আশেপাশে লোকজনের মাধ্যমে তিনি জানতে পারেন গভীর রাতে একটি ট্রাকে ওই দোকান থেকে পাট বোঝাই করছিল কতগুলো লোক। স্থানীয়রা ভেবেছেন পাট ব্যবসায়ী আমজাতের ট্রাক লোড করা হচ্ছে। এজন্য কারো সন্দেহ হয়নি। পরে পাট চুরির বিষয়টি মুখে মুখে আলোচনা হলে সবাই চুরির বিষয়টি উপলব্ধি করেন। এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, চোরচক্রকে ধরতে আইনি প্রক্রিয়ায় কাজ চলছে। 8,284,078 total views, 5,719 views today |
|
|
|