সেপ্টেম্বর ১৮, ২০২২
দেবহাটা উপজেলা প্রশাসনের সাথে পারুলিয়া বাজার কমিটির সৌজন্য সাক্ষাৎ
দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা প্রশাসনের সাথে পারুলিয়া বাজারের সদ্য অনুমোদিত ব্যবস্থাপনা কমিটির নেতা-কর্মীরা সৌজন্য স্বাক্ষাৎ করেছেন। রবিবার বেলা ১২টায় পারুলিয়া বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি’র নেতৃত্বে কমিটির অন্যান্য নেতা-কর্মী ও সাধারণ ব্যবসায়ীরা পৃথক পৃথক ভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান এবং উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য স্বাক্ষাৎ করেন। এসময় বাজার ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, আলহাজ্ব আনছার আলী, সাবেক ইউপি সদস্য গাজী শহীদুল্যাহ, আ.লীগ নেতা আরশাদ আলী, আনোয়ারুল হক, কমিটির সহ-সভাপতি ও ইউপি সদস্য অসীম কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক কাশারী ব্যবসায়ী শফিকুল ইসলাম শফি, কোষাধ্যক্ষ সেলিম সু স্টোরের স্বত্বাধিকারী আব্দুস সেলিম, ক্রীড়া সম্পাদক কাঠ ব্যবসায়ী হাফিজুল ইসলাম, প্রচার সম্পাদক ডেকোরেটার ব্যবসায়ী আবু রায়হান খোকন, সদস্য সুজন টেলিকমের স্বত্বাধিকারী সুজন কুমার ঘোষ, হার্ডওয়্যার ব্যবসায়ী ইলিয়াস হোসেন, জুতা ব্যবসায়ী হায়দার আলী, উপহার ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী সদরুল ইসলাম, ফার্মেসি মালিক আশিকুর রহমান, সেলুন ব্যবসায়ী পরিমল পরমানিকসহ বাজারের অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। 8,172,820 total views, 13,605 views today |
|
|
|