দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের যৌথ কর্ম পরিকল্পনা তৈরি বিষয়ক ইন্টারফেইস সভা অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলার কুলিয়া ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের আওতাধীন সুবর্ণাবাদ, শশাডাঙ্গা, জেলিয়াপাড়া ও চালতেতলা কমিউনিটি ক্লিনিকের সেবা অধিকতর উন্নয়নের মাধ্যমে ৫ বছরের নিচে সকল শিশুদের পুষ্টিমান নিশ্চিত করনের উদ্দেশ্যে এ সভা অনুষ্ঠিত হয়। কুলিয়া ইউনিয়নের টিকেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পৃথকভাবে অনুষ্ঠিত যৌথ কর্ম পরিকল্পনা তৈরি বিষয়ক সভায় প্রাজেক্ট কো-অর্ডিনেটর জুলিয়াস আর্থার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা স্বাস্থ্য পরিদর্শ আব্দুল্লাহ গাজী, কুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান প্রভাষ চন্দ্র, ইউপি সদস্য বাবু বিধান, ইউপি সদস্য অসিম কুমার ঘোষ, মহিলা ইউপি সদস্য ফারহানা পারভীন মুক্তি প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন রাইট টু গ্রো প্রজেক্টের অ্যাডভোকেসী ও জেন্ডার অফিসার অনিন্দিতা বিশ্বাস, প্রোজেক্ট অফিসার তানজিমা আক্তার, মনিটরিং অফিসার বিলকিস আরা চৌধূরীসহ কুলিয়া ও পারুলিয়া ইউনিয়ন সিভিএ এবং সিএসও দলের সদস্যবৃন্দ। উক্ত কর্ম পরিকল্পনা তৈরি বিষয়ক ইন্টারফেইস মিটিং এ রাইট টু গ্রো প্রজেক্টের ধারণা এবং কুলিয়া ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের আওতাধীন ৪টি কমিউনিটি ক্লিনিকের সেবার মান অধিকতর উন্নয়নের মাধ্যমে পাঁচ বছরের নিচে সকল শিশুর পুষ্টির মান নিশ্চিতকরণ সহ উক্ত ক্লিনিকগুলোর অবকাঠমো উন্নয়ন এবং সেবার মানের উন্নয়নের মাধ্যমে আরো বেগবান হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা এবং কর্মপরিকল্পনা তৈরি করা হয়।