দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৭) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৬ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম আব্দুল মান্নান উপজেলার গোবরাখালী গ্রামের বাসিন্দা ছিলেন। আব্দুল মান্নানের পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার ৭ সেপ্টেম্বর, সন্ধ্যা ৭টার দিকে তিনি ইন্তেকাল করেন।
পরে বৃহস্পতিবার দুপুরে বাদ যোহর তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, দেবহাটা থানার এসআই শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মরহুম আব্দুল মান্নানকে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান শেষে মরহুমকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।