দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলাতে এবছর এসএসসি, দাখিল ও ভোকেশনাল মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৯০ জন। বৃহস্পতিবার সারাদেশের ন্যায় দেবহাটা উপজেলার ৪টি কেন্দ্রে সুষ্ঠুভাবে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার দেবহাটা সরকারি বিপিন বিহারী মেমোরিয়াল পাবলিক স্কুল ও পারুলিয়া সাগর সাহা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র্র দুটিতে এসএসসি, সখিপুর আলিম মাদরাসা কেন্দ্রে দাখিল এবং আহসানিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন। যাদের মধ্যে ১১৭৫ জন এসএসসি, ২৩১ জন দাখিল ও ৮৪ জন ভোকেশনাল পরীক্ষার্থী রয়েছেন। সবমিলিয়ে উপজেলাতে এবছর মোট ১৪৯০ জন পরীক্ষার্থী থাকলেও প্রথম দিনের নির্ধারিত বাংলা ১ম পত্র পরীক্ষায় মোট ১৪৫৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। এতে করে প্রথম দিনেই অনুপস্থিত ছিলেন ৩৩ জন পরীক্ষার্থী। এদিকে সুষ্ঠুভাবে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন করতে উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী এবং মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন।