Site icon suprovatsatkhira.com

দেবহাটায় আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নকশীকাঁথা তৈরি বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় দারিদ্র্য নারীদের আত্মকর্মসংস্থানের জন্য নকশীকাঁথা তৈরিতে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায় উপজেলা পরিষদের আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপরেশন এজেন্সী জাইকা’র অর্থায়নে মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে এ প্রশিক্ষনের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। উদ্বোধন অনুষ্ঠানে জাপান ইন্টারন্যাশনাল কো-অপরেশন এজেন্সী (জাইকা) এর উপজেলা ডেভলাপমেন্ট ফ্যাসিলিটিটের মো. তালিম হোসেনের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, উপজেলা সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন। উদ্বোধন হওয়া প্রশিক্ষণটি ১১ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version