সেপ্টেম্বর ১১, ২০২২
দেবহাটার বিভিন্ন কর্মকান্ড পরিদর্শন করলেন খামারবাড়ির নবাগত উপ-পরিচালক
দেবহাটা প্রতিনিধি : দেবহাটার বিভিন্ন কর্মকান্ড পরিদর্শন করলেন খামারবাড়ি সাতক্ষীরার নবাগত উপ-পরিচালক কৃষিবিদ ড. মুহাম্মদ জামাল উদ্দীন। রবিবার বেলা ১টায় দেবহাটা উপজেলার বিভিন্ন কর্মকান্ড পরিদর্শনে আসেন তিনি। এসময় সার ডিপোতে যেয়ে সার মজুদ সম্পর্কে খোঁজ খবর নেন। একই সাথে কৃষকরা সময় মত সার পাচ্ছে কি না সরাসরি কৃষকদের সাথে কথা বলেন। এছাড়া উপজেলার বিভিন্ন বøকে আমন আবাদ পরিদর্শন ও সমস্যা সংক্রান্ত বিষয়ে উপ-সহকারী কৃষি অফিসারদের কাছ থেকে তথ্য নেন। একই সাথে অন্যান্য আবাদ নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন কৃষিবিদ ড. মুহাম্মদ জামাল উদ্দীন। এর আগে উপজেলা কৃষি অফিস পরিবারের পক্ষ থেকে উপ-পরিচালক কৃষিবিদ ড. মুহাম্মদ জামাল উদ্দীনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক প্রশিক্ষণ অফিসার এস.এম খালিদ সাইফুল্লাহ, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মাদ তিতুমির, কৃষি সম্প্রসারণ অফিসার শওকত ওসমান সহ উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তাগণ। 8,181,783 total views, 4,144 views today |
|
|
|