সেপ্টেম্বর ১৫, ২০২২
তিন ক্যাটাগরিতে মুজিবুর রহমান কলারোয়া উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত
কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান ২০২২ সালের জাতীয় শিক্ষা পদক প্রাথমিক বিদ্যালয়ের উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। বিদ্যালয়ে শিক্ষার মান উন্নতি নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য তিনি উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা পদক ২০২২ উদযাপন কমিটি তাকে বিশেষ নিরীক্ষার মাধ্যমে তিন ক্যাটাগরি উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ স্কুল ও শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে নির্বাচিত করেছেন। উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তহমিনা পারভীন। জানা যায়, মো. মুজিবুর রহমান ১৯৯৪ সালের ডিসেম্বর মাসে কলারোয়া উপজেলার মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগদানের মধ্যে দিয়ে চাকরি জীবন শুরু করেন। তিনি ২০০৪ সালের এপ্রিল মাসে প্রথম প্রধান শিক্ষক হিসেবে জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। পরবর্তীতে ২০১৬ সালের জানুয়ারি মাসে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকুনুজ্জামান বলেন, কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মুজিবুর রহমান যোগদানের পর থেকেই অত্যন্ত সুনাম, সততা, যোগত্য, মননশীলতা ও দক্ষতার সাথে প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি প্রশাসনিক প্রশিক্ষণসহ শিক্ষার মান উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত জাতীয় অনুষ্ঠান উদযাপন, মাল্টিমিডিয়া ক্লাস, শিশুদের সাংস্কৃতিক ও ভাষা, শব্দ উচ্চারণ, উপস্থাপনা চর্চা ও সহ-পাঠ্যক্রমিক, শিক্ষামূলক কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে ভালো ফলাফল অর্জন করে আসছেন। তার দায়িত্ব গ্রহণের পর তিনি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ পারিপার্শিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। তার বিদ্যালয়ে বর্তমানে ৮২৯ জন ছাত্র ছাত্রী, ১১জন শিক্ষিকা ও ৩ জন শিক্ষক আছে। মো. মুজিবুর রহমান ১৯৬৭ সালে কলারোয়া পৌর সদরের ৭ নম্বর ওয়ার্ড মুরারিকাটি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম অজিহর রহমান পেশায় ব্যবসায়ী ছিলেন, মায়ের নাম ছরিফুন নেছা। ব্যক্তি জীবনে তিনি দুই সন্তানের জনক। শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলা পর্যায়ের যাচাই বাছায়ের এ তালিকায় ১১জন নির্বাচিত হয়েছেন। শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছে তুলশীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমান, শ্রেষ্ঠ শিক্ষিকা মুরারিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বিলকিস খাতুন, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ এসএমসি সাইফুল্ল্যাহ আজাদ, শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজকর্মী অবসরপ্রাপ্ত বিআরডিবি পরিদর্শক বীর মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুস, শ্রেষ্ঠ কাব শিক্ষক কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনুপ কুমার ঘোষ, শ্রেষ্ঠ কর্মচারী উপজেলা শিক্ষা অফিসের উচ্চমান সহকারী সওকত আলী, শ্রেষ্ঠ উপজেলা সহকারী শিক্ষা অফিসার হুমায়ুন কবির, শিক্ষার্থী ঝরে পড়ার হার উল্লেখযোগ্য কমাতে সক্ষম হয়েছে লোহাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। 8,314,828 total views, 4,074 views today |
|
|
|