সেপ্টেম্বর ২৩, ২০২২
তালায় দুর্গা প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালা উপজেলার জেয়ালা নলতা গ্রামের একটি মন্দিরে প্রতিমা ভাংচুর করেছে দূর্বত্তরা। শুক্রবার ভোর রাতে উপজেলার জেয়ালা নলতা গ্রামের সাহাপাড়া মন্দিরে এ ঘটনা ঘটে। এ সময় মন্দিরে থাকা প্রতিমার মাথার অংশ ভেঙ্গে দিয়েছে দূর্বৃত্তরা। সাহাপাড়া দুর্গা মন্দিরের সভাপতি অসিত সাহা জানান, রাত ১২টা পর্যন্ত আমরা মন্দিরে ছিলাম। সকালে মন্দিরে এসে দেখি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। প্রতিমার মাথা অংশ ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। প্রতিমা ভাংগা অবস্থায় পেয়ে প্রশাসন ও পুলিশকে খবর দেওয়া হয়। শুক্রবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক ইন্দ্রজীৎ দাশ বাপী প্রমুখ।
সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এ সময় বলেন, ঘটনা শোনার পরপরই সেখানে গিয়ে এলাকাবাসির সাথে মতবিনিময় করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। 8,173,122 total views, 13,907 views today |
|
|
|