সেপ্টেম্বর ১৬, ২০২২
তালার ইসলামকাটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ইসলামকাটী (তালা) প্রতিনিধি : তালা উপজেলার ইসলামকাটিতে ইসলামকাটি যুব সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকালে খেলাটি তালার ইসলামকাটী ঐতিহ্যবাহী ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় এক দিকে ছিল সাতক্ষীরা জেলা মহিলা ফুটবল একাদশ এবং অপর দিকে জোর প্রতিদ্বন্দিতা করে কুষ্টিয়া জেলা মহিলা ফুটবল একাদশ। উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সনৎ কুমার ঘোষ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভিন পাপড়ি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকির হোসেন, তালা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান। উক্ত খেলায় সভাপতিত্ব করেন, সরদার খায়রুল আলম, সভাপতি, ইসলামকাটি যুব সংঘ ইউপি সদস্য ৩নং ওয়ার্ড। উক্ত খেলাটি দেখার জন্য দুপুর থেকে দর্শকের ঢল নামতে থাকে ইসলামকাটি ঐতিহ্যবাহী ফুটবল ময়দানে। জন¯্রােতের মতো কানায় কানায় পরিপূর্ণ হয় ইসলামকাটি ঐতিহ্যবাহী ফুটবল ময়দান। প্রথমার্ধের শেষের দিকে গোল করে এগিয়ে যায় কুষ্টিয়া জেলা মহিলা ফুটবল একাদশ। ঠিক তার কিছুক্ষণ পরেই দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ায় তারা। ২ /০ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে সাতক্ষীরা জেলা মহিলা ফুটবল একাদশ আক্রমনাত্মক ফুটবল খেলে গোল ব্যবধান কমানোর চেষ্টা করে কিন্তু দু-দুটো আত্মঘাতী গোলের শিকার হয়ে ব্যবধান বেড়ে ৪/০ তে গিয়ে দাঁড়ায়। তারপর থেকে সাতক্ষীরা জেলা মহিলা ফুটবল একাদশ আর তেমন কোন সুবিধা করতে পারেনি। খেলা শেষের আগ মুহূর্তে কুষ্টিয়া জেলা মহিলা ফুটবল একাদশ এর ১৪ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের দূর থেকে নেওয়া শটে গোল ব্যবধান বেড়ে ৫/০ তে গিয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত ইসলামকাটি যুব সংঘ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি সাতক্ষীরা জেলা মহিলা ফুটবল একাদশ ৫/০ ব্যবধানে কুষ্টিয়া জেলা মহিলা ফুটবল একাদশ এর কাছে কোণঠাসা পরাজিত হয়। 8,275,457 total views, 9,886 views today |
|
|
|