ঝাউডাঙ্গা প্রতিনিধি: সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নে মোঃ মিলন শেখ (৩০) বাদী হয়ে সাতক্ষীরা সদর থানার একটি ধর্ষণের অভিযোগ দেয়ায় পাথরঘাটা গ্রামের বাবুল হোসেন এর পুত্র মোঃ আলি হোসেন (১৫) বাদিকে হুমকি প্রদান করছে বলে অভিযোগ উঠেছে। থানা সূত্রে জানা গেছে, ঝাউডাঙ্গা ইউনিয়নের একস্কুল পড়ুয়া কন্যাকে প্রতিবেশী বাবুল হোসেনের ছেলে আলী হোসেন (১৫) ধর্ষণ করে। পরে ভিকটিমকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করি।
পরে ঘটনা উল্লেখ করে সদর থানায় একটি মামলা দায়ের করি। এ বিষয়ে মিলন শেখের স্ত্রী মোছা: নূরনেছা বলেন এই ঘটনার পর পুলিশ তাকে আটক করে জেল হাজতে পাঠিয়েছিল। জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার পর বাড়িতে এসে আসামিসহ তার পরিবারের লোকজন আমাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করছে। এবং মামলা তুলে না নিলে আমার মেয়ে ও আমার পরিবারের সদস্যদের খুন গুম জখমের হুমকি দিচ্ছে। এবং মাদক মামলায় আমার স্বামীকে ফাঁসানোর চেষ্টা করছে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপদের কাছে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।