সেপ্টেম্বর ১৬, ২০২২
জেলা মন্দির সমিতির যুব কমিটি গঠন
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা মন্দির সমিতির কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে অমিত কুমার ঘোষকে সভাপতি ও মিঠুন দাশকে সাধারণক সম্পাদক করে যুব কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা মন্দির সমিতির নিজস্ব কার্যালয়ে উপস্থিত সভার সদস্যদের সম্মতিক্রমে এ কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সুজয় মজুমদার, মিলন কুমার রায়, সঞ্জিব বিশ^াস, প্রশান্ত ঢালী, স্বপন দে, সৌমেন ঘোষ, যুগ্ম সম্পাদক সুজন বিশ^াস, সহ-সম্পাদক শুভংকর ঘোষ, কোষাধ্যক্ষ উৎপল দত্ত রাজন, সাংগঠনিক সম্পাদক প্রবীর দে, সাহিত্য সম্পাদক বাধন ঘোষ, সাংস্কৃতিক সম্পাদক পবিত্র সরকার, অডিটর প্রতীক মন্ডল, প্রচার সম্পাদক শুভময় মজুমদার, দপ্তর সম্পাদক অতনু বসু, সদস্য মিলন কুমার রায়, অ্যাড. শুভংকর রায়, মিলন কুমার বিশ^াস, অনুপ নন্দী, বাসুদেব দাশ, তন্ময় সানা, জয়দেব রায়, কেশব দাশ, অনিমেষ সরকার, সরুপ রায়, আনন্দ কুমার মন্ডল, কৃষ্ণ সরকার, সুমন ঘোষ ও সুমন সাহা। কমিটি গঠন অনুষ্ঠানে জেলা সভাপতিত্ব করেন জেলা মন্দির সমিতির সভাপতি অ্যাড. সোমনাথ ব্যাণার্জী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মন্দির কমিটির সহ-সভাপতি স্বপন কুমার শীল, দাস সনাতন, সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, যুগ্ম সম্পাদক বিকাশ কুমার দাশ, সাহিত্য সম্পাদক অসীম দাস সোনা, প্রচার সম্পাদক কার্তিক বিশ^াস। সমগ্র অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন জেলা মন্দির সমিতির সহ-সম্পাদক সঞ্জীব ব্যাণার্জী। 8,855,995 total views, 3,267 views today |
|
|
|