Site icon suprovatsatkhira.com

জেলা নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির এক সভা শুক্রবার (০৯ সেপ্টেম্বর, ২০২২) সকাল ৯টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক মোঃ আনিসুর রহিম।
সভায় সম্প্রতি শ্যামনগরের ধুমঘাটে মুন্ডা সম্প্রদায়ের জমি দখল করতে সন্ত্রাসী হামলা ও নরেন্দ্র মুন্ডা হত্যাকান্ডসহ সাতক্ষীরা বাইপাসে চা বিক্রেতার নৃশংস হত্যাকান্ড এবং সাতক্ষীরার বিভিন্নস্থানে চুরিসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির উদ্ভব হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
সভায় সাতক্ষীরা পৌরসভার রাস্তাঘাট, সুপেয় পানি, পয়ঃনিষ্কাশনসহ বিভিন্ন নাগরিক সুবিধা নিশ্চিত করতে মেয়র বরাবর আহবান জানানো হয়।

সভায় সম্পতি তালার পল্লী থেকে বিপুল পরিমান জেলি মিশ্রিত ভেজাল দুধ আটক হওয়ায় এবং বিভিন্নস্থানে কৃষি পন্যের মূল্য বৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয় এবং নিয়মিত বাজার মনিটরিং করার জন্য সংশ্লিষ্ঠ কতৃপক্ষের দৃষ্ঠি আকর্ষণ করা হয়।
সভায় সাতক্ষীরা জেলার জলাবদ্ধতা নিরসন ও নদী ভাঙন রোধে সরকার গৃহীত দুই হাজার কোটিরও অধিক টাকার তিনটি বড় প্রকল্পসহ অন্যান্য ছোট-বড় অসংখ্য প্রকল্পের কাজ যথাসময়ে শুরু না হওয়া এবং চলমান ও বাস্তবায়িত প্রকল্পে সীমাহীন দুর্নীতি ও প্রকল্পের কোন দৃশ্যমান সুফল না পাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয় এবং এসব প্রকল্প তদারকি করতে সরকারের প্রতি জোর দাবী জানানো হয়।
সভায় আগামী ২৪ সেপ্টেম্বর জেলা নাগরিক কমিটির সাবেক সভাপতি এড. আব্দুর রহিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

সভায় বক্তব্য রাখেন, এড. শেখ আজাদ হোসেন বেলাল, শেখ সিদ্দিকুর রহমান, আলী নুর খান বাবলু, মাধব চন্দ্র দত্ত, মোঃ আব্দুস সামাদ, প্রভাষক ইদ্রিশ আলী, মোঃ মফিজুর রহমান, আদিত্য মল্লিক, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জিএম মনিরুজ্জামান, শেখ ওবায়দুস সুলতান বাবলু, জহুরুল কবির, এড. মুনির উদ্দিন, নিত্যা নন্দ সরকার, শেখ আফজাল হোসেন, এড. আবুল কালাম আজাদ, সুধাংশু শেখর সরকার, মোঃ মুনসুর রহমান প্রমুখ। (প্রেসবিজ্ঞপ্তি)

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version