নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা জড়িয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। ওই মিথ্যা মামলায় গ্রেফতারের ভয়ে পুরুষ শূন্য হয়ে পড়েছে ভুক্তভোগীর পরিবার। আর এ সুযোগে পরিবারের নারীদের বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে দিশেহারা করে তুলেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পুরাতন সাতক্ষীরা কুলিনপাড়া গ্রামের মৃত শেখ ইরাদ আলীর স্ত্রী নাসরিন সুলতানা। এঘটনায় পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
ভুক্তভোগী নাসরিন সুলতানা জানান, স্বামীর মৃত্যুর পর স্বামীর পৈত্রিক সম্পত্তিতে সন্তানদের বসবাস করে আসছিলেন। কিন্তু সম্প্রতি স্বামীর ভাই ও ভাইপোরা তাদের সম্পত্তি অবৈধভাবে দখলের চক্রান্ত শুরু করে। একপর্যায়ে গত ২৬ আগস্ট ২০২২ তারিখে শেখ আজগর আলীসহ তার পুত্র আশরাফুল ইসলাম, আমিরুল ইসলামের পুত্র তরিকুল ইসলাম,আরিফুল ইসলাম,সাইদুল,ইসলাম, নজরুল ইসলাম, জিয়াদ আলীর পুত্র জব্বার আলী লিটন ও শেখ সবুর আলী লাল্টু, শেখ শাহার আলীর পুত্র শাহারুল ইসলাম, মঈনুল ইসলামের পুত্র লেলিন, নিজাম উদ্দীনের পুত্র রাজুসহ ১৫থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ বাহিনীর সদস্যরা নাসরিন সুলতানার বাড়িতে হামলা চালায়। এসময় তাদের মারপিট করে বাড়িঘর ভাংচুরসহ আসবাবপত্র ভাংচুর করে মারাত্মক ক্ষতি সাধন করে। এঘটনায় ভুক্তভোগী নাসরিনসহ পুত্র শেখ নাদিম হোসেন, শেখ জাহিদুল ইসলাম, শেখ সাজিম হোসেন আহত হয়। অথচ এঘটনাটিকে উল্টো নাটক সাজিয়ে নাসরিন সুলতানা ও তার পুত্রদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। উক্ত মামলার কারনে তার পরিবারের পুরুষ শূন্য হয়ে পড়ে। এ সুযোগে উল্লেখিত আজগর আলী গং তাদের বাড়িঘর দখল নেওয়ার পায়তারা চালিয়ে যাচ্ছে। উদ্দেশ্যে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শণ করে যাচ্ছেন বলে নাসরিন সুলতানা অভিযোগ করেছেন। তাদের হুমকিতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। তিনি এ বিষয়ে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/