সেপ্টেম্বর ৬, ২০২২
খাজরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি সেবাদানে এলাকার জন্য মডেল
নুরুল ইসলাম, খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির উপজেলার খাজরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি মডেল কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। খাজরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে এ তথ্য জানিয়েছে। এলাকার সর্বস্তরের জনগণ এই কেন্দ্র থেকে ২৪ ঘন্টা উন্নত মানের চিকিৎসা সেবা পাবে বলে জানিয়েছেন। মঙ্গলবার(৬ সেপ্টেম্বর) সকালে খাজরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঘুরে জানা যায়, বর্তমান সরকারের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিন্ধান্ত মোতাবেক প্রত্যেক উপজেলায় একটি করে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রকে মডেল কেন্দ্র হিসিবে রুপান্তরিত করা হবে। সেই সূত্রে আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিববার কল্যাণ কেন্দ্রের মধ্যে খাজরা ইউনিয়নকে নির্বাচিত করেছেন আশাশুনি পরিবার পরিকল্পনা অফিস।
গত রবিবার খাজরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি সরেজমিনে পরিদর্শনে আসেন,উপ-পরিচালক পরিবার পরিকল্পনা অফিস সাতক্ষীরার রওশনারা জামান ও সহকারী পরিচালকদ্বয়ের একটি টিম। 8,180,982 total views, 3,343 views today |
|
|
|