সেপ্টেম্বর ৭, ২০২২
খাজরায় ভোটার হালনাগাদের ছবি তোলা শুরু
নুরুল ইসলাম, খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে নির্ধারিত সময়ে। বর্তমানে শুরু হয়েছে নিবন্ধনের কাজ।
বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে খাজরা ইউনিয়ন পরিষদ হলরুমে ছবি তুলে ভোটার তালিকায় নিবন্ধনের কাজ সম্পন্ন করার কার্যক্রম শুরু হয়েছে। আশাশুনি উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, ১ম দিনে ১,২ও ৩ নং ওয়ার্ডের ভোটার হালনাগাদকৃত ব্যক্তিদের ছরি তোলার কাজ শুরু হয়েছে। ২য় দিনে ৪ ও ৫ নং ওয়ার্ডে এভাবে পর্যায়ক্রমে বাকী সকল ওয়ার্ডের কাজ সম্পন্ন করা হবে।
ছবি তোলা বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান শিকদার জানান,ছবি তুলে ও হাতের আঙুলের ছাপ নিয়ে নিবন্ধন সম্পন্ন করার পুরো কার্যক্রম পরিদর্শন ও বিভিন্ন বিষয়ে ভোটারদের সহযোগিতা প্রদান করা হচ্ছে। 8,283,597 total views, 5,238 views today |
|
|
|