সেপ্টেম্বর ১৯, ২০২২
কয়রায় ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত
কয়রা (খুলনা) প্রতিনিধি : ‘আপনার পুলিশ আপনার পাশে, তথ্য দিন সেবা নিন’ এ বিষয়কে সামনে রেখে কয়রা থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে কয়রা সদর ইউনিয়ন পরিষদে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত হয়েছে। সোমাবর (১৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলামের সভাপতিত্বে ওপেন হাউপ-ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কয়রা থানার অফিসার ইনচার্জ এবি.এম.এস দোহা (বিপিএম)। এতে বক্তব্য রাখেন এস.আই বাবুন, প্যানেল চেয়ারম্যান সরদার লুৎফর রহমান, ইউপি সদস্য আবুল কালাম শেখ, হরেন্দ্রনাথ সরকার, আবু হুরাইরা খোকন, নাজমুছ সাদাত, কোহিনুর আলম, মাসুম বিল্যাহ, শাহানারা খাতুন, মুর্শিদা আক্তার, সেলিনা পারভীন, উপজেলা হিন্দু,বৌদ্ধ, খ্রিস্ট্রান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ধীরাজ রায়, সাংবাদিক জাহাঙ্গীর কবির টুলু, আওয়ামীলীগ নেতা আবুল বাশার সানা, নারী নেত্রী মুর্শিদা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে বাল্য বিবাহও ইভটিজিং প্রতিরোধে করনীয়, কয়রার আইন-শৃংখলা রক্ষায় স্থানীয় জনগনকে পুলিশের সহযোগিতা, মাদক প্রতিরোধে করনীয়, জুয়া খেলা বন্ধসহ আগামী দুর্গাপূঁজা শান্তিপূর্ণভাবে পালন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের লোকজন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ওপেন হাইজ-ডে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 8,184,436 total views, 6,797 views today |
|
|
|