কৃষ্ণনগর, কালিগঞ্জ, সাতক্ষীরা প্রতিনিধি: কালিগঞ্জ কৃষ্ণনগর বাজার প্রবেশ রাস্তাটি বেহাল দশা। ১৬ ই সেপ্টেম্বর সকাল থেকে কৃষ্ণনগর বাজার ব্যবসায়ী নুরুল ইসলাম, আল মামুন, মনি শঙ্কর বিশ্বাস,সাহাজান কবির, ধীমান অধিকারী ও শ্যামনগর উপজেলার চেয়ারম্যান আতাউল হক দোলোন এর উদ্যোগে খানপুর টু কৃষ্ণনগর রাস্তাটি ইট বালি দিয়ে সংষ্কারের করেন।
দীর্ঘ দুই মাস যাবত বাজারে কোন মাল বাহী ট্রাক আসতে পারেনি। কৃষ্ণনগর বাজারে প্রায় এক হাজার দোকান আছে। সাতক্ষীরা জেলার মধ্যে পোল্ট্রি ফিডের ব্যবসায়ী শিষ্য, এখানে লক্ষ লক্ষ সোনালী মুরগী, লেয়ার মুরগী, ব্রয়েলার খামার আছে।এই বাজার থেকে প্রতি বছর রাজস্ব আদায় হয় ছয় লক্ষ টাকা। এলাকা সাধারণ মানুষের অভিমত এই রাস্তা খারাপে কারনে প্রতি বস্থা চাউল ও পোল্ট্রি ফিডের ২০ থেকে ৩০ টাকা বেশি গুনতে হয় ক্রেতাদের। এলাকা বাসী এই রাস্তাটি দ্রত সংষ্কারের দাবি জানিয়েছেন।