সেপ্টেম্বর ২, ২০২২
কালিগঞ্জ উপজেলা যুবলীগের পাল্টা-পাল্টি প্রেস বিজ্ঞপ্তি: সমালোচনার ঝড়
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা যুবলীগের পাল্টা পাল্টি প্রেস বিজ্ঞপ্তির ঘটনায় উপজেলা জুড়ে চলছে সমালোচনার ঝড়। বৃহস্পতিবার উপজেলা যুবলীগের একাংশের সভাপতি নাজমুল ইসলামের একক স্বাক্ষরে দলীয় প্যাডে তিনি ৭ টি ইউনিয়নের কমিটি বিলুপ্ত করেন। তার কিছুক্ষণ পর ওই কমিটির সহ-সভাপতি রেজাউল করিম রেজা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লক্ষণ কুমার ঘোষ স্বাক্ষরিত দলীয় প্যাডে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নাজমুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির বিরোধীতা করেন।
তারা বলেন, আমরা কালিগঞ্জ উপজেলা যুবলীগের সহ সভাপতি মোঃ রেজাউল ইসলাম রেজা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লক্ষন কুমার ঘোষ হইতেছি। কালিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি
মূলত তিনি সংগঠনের নিয়ম অনুযায়ী উপজেলা যুবলীগের সভাপতির পদ বহু আগে হারিয়েছেন । কেননা তিনি একই দিনে উপজেলা যুবলীগের আরো একটি অংশের সভাপতি মোহাম্মদ সালাহউদ্দিন আহমেদ দলীয় প্যাডে একক স্বাক্ষরে যুবলীগের ৯ টি ইউনিয়ন শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এদিকে এক দিনে একটি উপজেলায় তিনটি যুবলীগের কমিটির বিবৃতি দেওয়ায় উপজেলা জুড়ে সমালোচনার ঝড় বইছে। 8,174,312 total views, 15,097 views today |
|
|
|