নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ^নাথ অধিকারী শীলন এবং শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন চকদাড়ি খড়িতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সেলিনা সুলতানা। এছাড়া উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দাবন বিশ^াস ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভীন আক্তার।
উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান গত ১৪/০৯/২০২২ তারিখে উশিঅ/কালি/সাত/২২/৭০৬ নং স্মারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে উপজেলার সেরা প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজকর্মী স্বরাব্দীপুর প্রাথমিক বিদ্যালয়ের আবু তৈয়েব খান, শ্রেষ্ঠ এসএমসি উত্তর ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাহমুদ আলম, শ্রেষ্ঠ কাব শিক্ষক ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তনুপা সরকারি, শ্রেষ্ঠ কর্মচারি হিসাব সহকারী মোঃ নাসির উদ্দীন, শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার একেএম মোস্তাফিজুর রহমান এবং ঝরে পড়ার হার উল্লেখযোগ্য কমাতে সক্ষম হওয়ার কৃতিত্ব অর্জন করেছে খানজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
প্রাথমিক শিক্ষা পদক-২০২২ এর সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা পর্যায়ে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিশ্বনাথ অধিকারী শীলন এবং সহ-সম্পাদক (মহিলা) সেলিনা সুলতানাসহ অন্যান্য ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন সংগঠনের সভাপতি এস এম গোলাম রহমান, শিক্ষক নেতা প্রসাদ কুমার রায়, শাহিনা আক্তার, আমির হোসেন মিঠু, আবু যোবায়ের, রবিউল ইসলাম, ফারুকুজ্জামান, মোস্তাফিজুর রহমান, নুরুন্নাহার, আছিয়া পারভীন আলো, শফিকুল ইসলাম, ইয়াদ আলী, জাকিয়া সুলতানা, মুকুল, দেবদাস, সঞ্জয়, জাহিদ, মনিরুল ইসলাম, ইয়াছির আরাফাত প্রমুখ।