সেপ্টেম্বর ৭, ২০২২
কালিগঞ্জে সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে গঠনতন্ত্রের বিরোধী কার্যকলাপের অভিযোগ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নাজমুল ইসলাম স্বেচ্ছাচারিতা ও গঠনতন্ত্রের বিরোধী কার্যকলাপে লিপ্ত হয়ে উপজেলার রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবে সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল করিম রেজা।
তবে ওই বছরের ৭ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের সন্মেলনে সভাপতি নাজমুল ইসলাম যুবলীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচন হয়। যার কারণে সংগঠন থেকে তিনি (সাধারণ সম্পাদক নাজমুল হাসান) বহিষ্কৃত হন। গঠনতন্ত্র মোতাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষণ কুমার ঘোষ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনিত হয়। সেখান থেকে আমরা দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কিন্তু হঠাৎ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দ্যেশে নিজেকে যুবলীগের সভাপতি পরিচয় দিয়ে বেড়াচ্ছেন। আমরা একাধিকবার সাবেক সভাপতি নাজমুল ইসলামকে এরূপ সংগঠন বিরোধী কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছি। তারপরও উনি (নাজমুল) কখনোই কাউকে তোয়াক্কা করেনি।
এ জন্যই আজ আমরা সংবাদ সন্মেলনের মাধমে তৃণমূলের নেতা-কর্মীদের জানাতে চাই, আজকের পর থেকে কেউ যেন সংগঠন বিরোধী কাজ করে নিজ স্বার্থে প্রাণের সংগঠনকে ব্যবহার না করে সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহŸান করছি। 8,182,331 total views, 4,692 views today |
|
|
|