সেপ্টেম্বর ১৫, ২০২২
কালিগঞ্জে শ্যালকদের শাবলের আঘাতে দুলাভাই নিহত
![]() শেখ শাওন আহমেদ সোহাগ/ জামাল উদ্দিন : কালিগঞ্জে মৎস্যঘেরে মাছ চুরির তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্যালকদের শাবলের আঘাতে দুলাভাই নিহত হয়েছে। নিহতের নাম শামছুর রহমান (৫৫)। তিনি উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর এলাকার অবের আলী গাজীর ছেলে।
স্থানীয় সূত্র জানান, নিহত শামছুর রহমান ও তার আপন দুই শ্যালক উত্তর রঘুনাথপুর এলাকার আরশাদ আলী গাজীর ছেলে ফরজ আলী গাজী (৪০) এবং তার ভাই আহাদ আলী গাজী (৩৫) পাশাপাশি মৎস্যঘের করে আসছিলো। মৎস্যঘেরে মাছ চুরিকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে কয়েকদিন যাবৎ বিরোধ চলছিলো।
আশঙ্খাজনক অবস্থায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামছুর রহমানকে মৃত ঘোষণা করেন। 5,944,063 total views, 1,875 views today |
|
|
|