সেপ্টেম্বর ৪, ২০২২
কালিগঞ্জে যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি: দেশে নৈরাজ্য ও পুলিশের উপর হামলার প্রতিবাদে কালিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে রবিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ব্রিজ সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরাল পাদদেশে এ কর্মসূচি পালিত হয়। প্রথমে ফুলতলা মোড় থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ম্যুরাল পাদদেশে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সেখানে উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম-আহŸায়ক জহিরুল ইসলাম নান্টু।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাবিব ফেরদাউস শিমুল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শাহ আলম, নলতা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম তুফান প্রমুখ। 8,184,823 total views, 7,184 views today |
|
|
|