সেপ্টেম্বর ১১, ২০২২
কালিগঞ্জে মায়ের উপর নির্যাতন সহ্য করতে না পেরে কলেজ ছাত্রীর আত্মহত্যা
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে মায়ের উপর পিতার নির্যাতন সহ্য করতে না পেরে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। নিহত ইভা আক্তার (১৭) উপজেলার মৌতলা ইউনিয়নের শিমু-রেজা এমপি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ও শেখপাড়া গ্রামের শেখ আমিনুর ইসলাম আদুর মেয়ে। রবিবার (১১ আগস্ট) দুপুর ২ টার দিকে মৌতলা শেখপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। নিহতের বড় বোন চায়না পারভীন জানান, তার ছোট বোন ইভা রবিবার দুপুর দেড় টার দিকে কলেজ থেকে বাড়ি ফিরে আসে।
নিহতের স্বজনরা ইভার নিথর দেহ মাটিতে নামিয়ে থানায় খবর দেয়।
এ বিষয়ে জানতে চাইলে আমিনুল ইসলাম আদু তার ছোট স্ত্রী রহিমা খাতুনের (ইভার মায়ের ) উপর শারীরিক নির্যাতনের কথা স্বীকার করেন। 8,274,657 total views, 9,086 views today |
|
|
|