সেপ্টেম্বর ১০, ২০২২
কালিগঞ্জে বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ আটক-৪, সমাবেশ পন্ড
![]() নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশি বাঁধায় বিএনপি’র সমাবেশ পন্ড হয়ে গেছে। সমাবেশ স্থল থেকে জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান সহ ৪ জনকে আটক করেছে পুলিশ। প্রতাক্ষদর্শীরা জানায়, গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ সংলগ্নে ইউনিয়ন বিএনপির সমাবেশ চলাকালে থানা পুলিশ রাষ্ট্রবিরোধী বক্তব্য দেয়ার অভিযোগে সমাবেশ পন্ড করে দেয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান। পুলিশ স্থানীয় ৩ নেতাসহ প্রধান অতিথিকেও আটক করে।
সমাবেশে জেলা, উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুর রহমান জানান, বিএনপির ৪ নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। 5,944,326 total views, 2,138 views today |
|
|
|