নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে জলবায়ু বাজেটে স্থানীয় সরকারের জবাবদিহিতার উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের আয়োজনে ও একশান এইড বাংলাদেশের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসাইন।
প্রোগ্রাম অফিসার কানিজ শাইমা আখির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, সাংবাদিক হাবিবুল্লাহ বাহার, শের আলী, মাসুম বিল্লাহ প্রমুখ।
সভায় বক্তরা বলেন, সাতক্ষীরা জেলা বাংলাদেশের সব থেকে ঝুঁকিপূর্ণ জেলা। তাই এই এলাকায় জলবায়ু বাজেটের প্রকল্প গুলো বাস্তবায়ন হচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে।
এসব প্রকল্পের সঠিক ব্যবহার, স্বচ্ছতা এবং সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি করাই মূল উদ্দেশ্য বলে বক্তরা জানান।