সেপ্টেম্বর ২৫, ২০২২
কালিগঞ্জের পল্লীতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের পল্লীতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত ২টা হতে ঘন্টা ব্যাপি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দমধুসূদনপুর গ্রামে এ ঘটনা ঘটে। সরেজমিন গেলে মৃত ওসমান আলী গাজীর ছেলে ভুক্তভোগী গৃহকর্তা জামাত আলী গাজী (৬৩) তার ছেলে ফিরোজ আলম এবং অপর ভুক্তভোগী গৃহকর্তা আব্দুল মজিদ সানা (৫০) এবং তার পরিবারের সদস্যরা জানান, শনিবার রাত ২ টার দিকে ৬/৭ জনের মুখোশ পরিহিত সশস্ত্র ডাকাত দল প্রথমে বাড়ির প্রাচীর টপকে জামাত আলীর বাড়িতে ঢুকে বসত ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি রুমে বেঁধে চেতনানাশক স্প্রে করে অজ্ঞান করে ফেলে। পরে ডাকাত সদস্যরা ঘর তল্লাশি করে নগত ১ লক্ষ ৩৭ হাজার টাকা, ১টি পালসার মোটরসাইকেল, ২ জোড়া বালা, ৪টি স্বর্ণের চেইন, ৩ জোড়া কানের দুল, ৪টি আংটি, কয়েকটি দামি মোবাইল সহ কাপড়-চোপড় লুট করে নিয়ে যায়।
আশেপাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে খবর দেয়। তিনি ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি কালিগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। 8,276,048 total views, 10,477 views today |
|
|
|