সেপ্টেম্বর ১৫, ২০২২
কলারোয় ওয়ান শুটারগান ও ৭ রাউন্ড গুলি জব্দ, যুবক গ্রেপ্তার
ফারুক হোসাইন রাজ, কলারোয়া: সাতক্ষীরার কলারোয় চেকপোস্ট বসিয়ে কামাল হোসেন নামের (৩৮) এক ইজিবাইক যাত্রীর দেহ তল্লাশী করে ০১ টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান ও ৭ রাউন্ড তাজা গুলি জব্দ করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার কেরেলকাতা ইউনিয়নের সাতক্ষীরা যশোর মহাসড়কের কিসমত ইলিশপুর নামক স্থান থেকে উক্ত আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। এসময় অবৈধভাবে অস্ত্র বহন করার দায়ে গ্রেপ্তার করা হয় ইজি বাইক যাত্রী কামাল হোসেনকে।
কামাল হোসেন যশোর জেলার বেনাপোল পোর্ট থানার বালুন্ডা এলাকার মোঃ আবু সিদ্দিকের ছেলে। 8,174,345 total views, 15,130 views today |
|
|
|