সেপ্টেম্বর ৭, ২০২২
কলারোয়ায় ৪৯তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ফারুক হোসাইন রাজ, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা পর্যায়ের ৪৯ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বালক – বালিকাদের খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে খেলার আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুলী বিশ্বাস। খেলার পরিচালনা কমিটি সুত্রে জানা যায়, কলারোয়া, কয়লা, কামারলী ও চন্দনপুর এ ৪টি জোন চাম্পিয়ানের মধ্যে প্রথম বালক ফুটবল সেমিফাইনালে মুখোমুখি হয় কেসিজি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় বনাম কয়লা মাধ্যমিক বিদ্যালয়। কয়লা ২ -০ গোলে জয় লাভ করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় কলারোয়া আলিয়া মাদ্রাসা বনাম ধানঘরা দাখিল মাদ্রাসা। এতে ধানঘরা ১-০ গোলে জয় লাভ করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। ফুটবল বালিকায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় কাজিরহাট গার্লস স্কুল বনাম খোদ্দো সালেহা হক গার্লস মাধ্যমিক বিদ্যালয়। এতে ২-১ গোলে কাজিরহাট গার্লস স্কুল জয়লাভ করে। পরে বালক কাবাডির ফাইনাল খেলায় কলারোয়া জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে জয়লাভ করে চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়। বালিকা কাবাডির ফাইনাল খেলায় খোর্দ্দ সালেহা হক গার্লস মাধ্যমিক বিদ্যালয়কে ১৫ -৫ পয়েন্টে পরাজিত করে চাম্পিয়ন হয়েছে কাজিরহাট গার্লস মাধ্যমিক বিদ্যালয়। মাষ্টার শেখ শাহাজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার, সহকারী অফিসার হারুন আর রশীদ, জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব, কলারোয়া গার্লস পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বদরুজ্জামান বিপ্লব, সোনাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার আসাদুজ্জামান চান্দু, মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনছার আলী, কাজীহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক, ইসলামপুর দারুল উলুম দাখিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক আমিরুল ইসলাম প্রমূখ। 8,579,729 total views, 7,499 views today |
|
|
|