সেপ্টেম্বর ৮, ২০২২
কলারোয়ায় যাত্রীবাহী বাস ও মাছ ভর্তি পিক আপের সংঘর্ষ, আহত-২০
নিজস্ব প্রতিনিধি: যাত্রীবাহী বাস ও মাছ ভর্তি পিক আপের সংঘর্ষে বাস যাত্রীসহ ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার তুলসীডাঙার সোনিয়া ফিলিং স্টেশনের পার্শ্ববর্তী মিম ছাত্রাবাসের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স ও সাতক্ষীরা মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, কলারোয়া উপজেলার ইলিশপুরের ইলিয়াছ হোসেন, একই উপজেলার নাকিলা গ্রামের বকুল হোসেন, হাবিবুর রহমান,চান্দুড়িয়ার আবু বক্কর, রঘুনাথপুর গ্রামের গোলাম মোস্তফা, রঘুনাথপুর সরকারি প্রাতমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারুল আক্তার, কাজীরহাটের শারমিন আক্তার, আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের তোতা পারভিন, সাতক্ষীরা সদরের খলিলুর রহমান, হাবিবুর রহমান, আমজাদ হোসেন, দীলিপ সরকার, হৃদয় মÐল, মফিজুল ইসলাম, নুরজাহান, পারভিন আক্তার, সাবিয়া খাতুন ও বিষ্ণুপদসহ ৩০ জন। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিরউদ্দিন মৃধা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কালিগঞ্জ থেকে যশোরগামি একটি যাত্রীবাহি বাস(সাতক্ষীরা-জ-০৪-০০২৩) ও ব্রজবক্স থেকে মাছভর্তি করে সাতক্ষীরাগামি একটি পিকআপ (খুলনা মেট্রো-ন-১১-১৮০৭) এর সঙ্গে তুলসীডাঙা মীম ছাত্রাবাসের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস যাত্রী ও পিকআপ চালকসহ ৩০ জন আহত হয়। পুলিশ ও ফায়ার সিভিল ডিফেন্সের সদস্যরা আহতদের উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপে-ক্সে ভর্তি করে। এদের মধ্যে প্রাথমিক চিকিৎসা না নিয়ে ১২ জন চলে যায়। অবস্থার অবনতি হওয়ায় নূরজাহান, পারভিন আক্তার, সাবিয়া ও বিষ্ণুপদকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বাসের চালক ও তার সহকারি পালিয়ে গেছেন। 8,580,698 total views, 8,468 views today |
|
|
|