সেপ্টেম্বর ১০, ২০২২
কলারোয়ায় প্রিমিয়ার ছাত্র সংঘের দ্বি-বার্ষিক সম্মেলন অভি সভাপতি, মিলন সম্পাদক
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ঐতিহ্য, সাফল্যে ও উন্নয়নের ধারক সম্পূর্ণ অ-রাজনৈতিক সর্ববৃহৎ সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘের দ্বি-বর্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টার সময় কলারোয়া পাবলিক ইনস্টিটিউট চত্বরে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার গেরিলা মুক্তিযোদ্ধা আবুল হোসেন। আলোচনা সভায় প্রিমিয়ার ছাত্র সংঘের সভাপতি আফজাল ফুয়াদ অভির সভাপতিত্বে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া প্রবাসী প্রিমিয়ার ছাত্র সংঘের প্রধান উপদেষ্টা, সাবেক চেয়ারম্যান এস,এম আলতাফ হোসেন লালটু। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে লালটু বলেন, সেবায় ব্রতী হয়ে সংগঠনে যোগদান করে আতœ মানবতার সেবাই ঝাঁপিয়ে পড়তে হবে। ভাল কাজে অনেক বাঁধা আসবে। সেই বাঁধা অতিক্রম করে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারলেই আমাদের সফলতা। এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য তিনি সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, প্রিমিয়ার ছাত্র সংঘের উপদেষ্টা এড. কামাল রেজা, কলারোয়া প্রেস ক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক মুজিবর রহমান, সমাজ সেবক এনায়েত খাঁন টুন্টু, আমানুল্লাহ আমান, প্রভাষক আসাদুজ্জামান ফারুকী। এসময় আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সংগঠন সেবার সভাপতি মাষ্টার শেখ শাহাজাহান আলী শাহীন, মাষ্টার রাজীবুল ইসলাম, প্রিমিয়ার ছাত্র সংঘ ক্রেড়াগাছি ইউনিয়নের সাবেক সভাপতি তৌহিদুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক পঙ্কজ কুমার ঘোষ, যুগ্ন-সম্পাদক এমরান হোসেন, ক্রেড়াগাছি ইউনিয়নের সম্পাদক আবুর বাশার, জালালাবাদ ইউনিয়নের সভাপতি আজমল হোসেন, দেয়াড়া ইউনিয়নের সাবেক সভাপতি রায়হান কবীর, হেলাতলা ইউনিয়নের সম্পাদক এমরান হোসেন, যুগিখালি ইউনিয়নের সভাপতি নাহিদ হাসান। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রিমিয়ার ছাত্র সংঘের নেতা কর্মী ও সমাজের নানা শ্রেণী পেশার ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সর্ব সম্মতিক্রমে প্রিমিয়ার ছাত্র সংঘের স্বপ্নদ্রষ্ট্রা আফজাল ফুয়াদ অভিকে সভাপতি ও ইমদাদুল হক মিলনকে সাধারন সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইমদাদুল হক মিলন। 8,284,155 total views, 5,796 views today |
|
|
|