সেপ্টেম্বর ১১, ২০২২
কলারোয়ায় ডাকাত সদস্য গ্রেপ্তার
কলারোয়া প্রতিনিধি: ডাকাতি মামলার পলাতক আসামি ডাকাত সদস্য সাইদুর গাজী (৪০) কে নামের গ্রেপ্তার করেছে সাতক্ষীরার কলারোয়া ও তালা থানা পুলিশের যৌথ টিম। গ্রেপ্তারকৃত আসামি তালা উপজেলার ধুলুন্দা গ্রামের আমজেদ আলীর ছেলে।
রবিবার (১১ সেপ্টেম্বর) ভোর রাতে অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। উক্ত ঘটনায় ইতিপূর্বে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। পূর্বে এ মামলায় গ্রেপ্তারকৃত আসামিরা হলো, শারিফ হোসনে (২৩), মোঃ মোসলেম শেখ (৪৫), আতাউর রহমান বাবল ু(৪২), আশরাফুল মোল্লা (৪০), মোঃ রবিউল ইসলাম রবি (৩৫), সাইদুল গাজী (২২), মোঃ হাফিজুর রহমান (৪০), মোঃ জুয়েল রানা (২৭), মোঃ আলমগীর হোসেন (২৮)। এসময় গ্রেপ্তারকৃত আসামিদের নিকট থেকে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি স্বর্ণের টিকলি, একটি স্বর্ণের আংটি, দুইটি মোবাইল ফোন, একজোড়া স্বর্ণের রুলি, নগদ-২২৫০/-টাকা, দুইটি ধারালো দা, একটি হাসুয়া, একটি ছোরা, একটি লোহার চাপাতি, একটি গাছী দা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন ডাকাত সদস্য আদালতে ১৬৪ ধারায় নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। 8,255,097 total views, 4,006 views today |
|
|
|