সেপ্টেম্বর ১, ২০২২
কলারোয়ায় ওএমএস’র চাল বিতরণ উদ্বোধন
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সারা দেশের ন্যায় সাতক্ষীরার কলারোয়াপৌর সরের সাধারণ মানুষ ১৫০ টাকায় প্রতিদিন ৫ কেজি করে বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিশেষ প্রণোদনার ওএমএস এর চাউল ক্রয় করতে পারবে । বৃহস্পতিবার ( ১ সেপ্টেম্বর) সকালে পৌরসদরের মুরারিকাটি এলাকার ওএমএস ডিলার সম গোলাম সরোয়ারের চাউল বিক্রি কেন্দ্রে জন প্রতি ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাউল বিক্রি কার্যক্রমটি আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুলী বিশ্বাস। পরে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা খুলনা বিভাগীয় প্রধান সেলিমুল আযম পৌরসভায় ওএমএস চাউল বিক্রির তিনটি ডিলার পয়েন্ট পরিদর্শন করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুলী বিশ্বাস বলেন, বিভিন্ন পেশার মানুষের সমন্বয়ে একটি উপজেলা। নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে আজ থেকে চাল ও আটা খোলা বাজারে বিক্রি কার্যক্রম (ওএমএস) শুরু হয়েছে। তিনটি ডিলার পয়েন্ট থেকে প্রতিদিন ৬টন চাউল বিক্রি হবে। ওএমএসের আওতায় সরকার ৩০ টাকা কেজি দরে চাল প্রতি কেন্দ্র থেকে ৪০০ জন এ চাল কিনতে পারবে । এছাড়া টিসিবির ফ্যামিলি কার্ডধারীরাও অগ্রাধিকার ভিত্তিতে মাসে দুই বারে ১০ কেজি চাল কিনতে পারবে। 8,275,394 total views, 9,823 views today |
|
|
|