Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় আট শিশু শিক্ষার্থীর উচ্চারণগুলি শোকের

ফারুক হোসাইন রাজ, কলারোয়া: শোকাবহ আগস্টে সাতক্ষীরার কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুকে নিবেদিত বিশেষ পঙক্তিমালা ‘উচ্চারণ উচ্চারণগুলি শোকের’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৩১ সেপ্টেম্বর ) বিকেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘শুধু মুখে নয় হৃদয়ে জাগরুক থাক বঙ্গবন্ধু’ ‘আগস্টের শোক রুপান্তরিত হোক শক্তিতে ও অদম্য প্রত্যয়ে’ কালো ব্যানারে সাদা কালিতে লেখা এমন ¯েøাগানকে সামনে রেখে ৮ জন শিক্ষার্থী ‘রক্তের রঙ লাল শিমুলের রঙ লাল এই লাল রঙটি আমার পিতার বুক থেকে নেওয়া’ ‘আগস্ট শোকের মাস কাঁদো’ ‘আমি আজ কারো রক্ত চাইতে আসিনি আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম, ‘মাঠ ছাড়া ধান হয় না জল বিহীন মাছ হয় না তুমু ছাড়াও বাংলাদেশ হয় না’ এমন ৮টি স্মরণীয় বিশেষ পঙক্তিমালা উচ্চারণ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমানের আয়োজনে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুলী বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানা অফিসার ইনচার্জ ওসি নাসির উদ্দীন মৃধা, সরকারি কলেজের অধ্যক্ষ আবু নছর, অধ্যক্ষ আবু তালেব, কলারোয়া রিপোর্র্টস ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকুনুজ্জামান, একাডেমিক সুপারভাইজার তাপস কুমার, সহকারী শিক্ষা অফিসার রবি শংকর দেওয়ানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা অভিভাবক শিক্ষার্থী প্রমূখ।

শিশুদের সাবলীল উচ্চারণ উপস্থাপনার নেপথ্যের কারিগরি সহায়তা করে প্রশংসিত হয়েছে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান।
শিশুদের সাবলীল উচ্চারণ উপস্থাপনয় মুগ্ধ হয়ে শিশুদের পুরস্কার হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর লেখা ১০টি বই উপহার দেওয়ার ঘোষণা করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version