সেপ্টেম্বর ৭, ২০২২
কলারোয়ায় অস্বাস্থ্যকর পানির রান্না খেয়ে ১৭ মাদ্রাসা শিক্ষার্থী হাসপাতালে
ফারুক হোসাইন রাজ, কালারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় পৌর সদরের আবাসিক মহিলা কওমি মাদ্রাসায় জীবাণু যুক্ত খাবার খাওয়ার পরে ১৭ জন শিক্ষার্থী ডায়রিয়া জনিত গুরুতর অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত আছে। বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর ফুড পয়জনিং ডায়রিয়া রোগ আক্রান্ত অবস্থায় মাদ্রাসাতুল বানাত আসসালাফিয়াহ্ মাদ্রাসার ১৭ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার জান্নাতুল ফেরদৌস।
তিনি বলেন, জীবানু যুক্ত খাবার পেটের ভিতর গেলে সাধারণত ফুড পয়জনিং হয়। গুরত্বর অসুস্থ অবস্থায় ১৭ জন মেয়ে শিক্ষার্থীকে সকালে ভর্তি করেন মাদ্রাসা কতৃপক্ষ। এর মধ্যে দুই জন গুরুতর অসুস্থ৷ ইতিমধ্যে তারা ১৫ জন শিক্ষার্থীকে বাসায় নিয়েছে কিন্তু তাদের এখনো চিকিৎসা প্রয়োজন তারা জীবাণু মুক্ত না। মাদ্রাসার অধ্যক্ষ অধ্যক্ষ অহিদুজ্জামান বলেন, তার বালিকা কওমি মাদ্রাসায় ১১০ জন মেয়ে শিক্ষার্থীর মধ্যে আবাসিক শিক্ষার্থী ৭০ জন ও অনাবাসিক শিক্ষার্থী ৪০ জন। গতকাল সকালে বৃষ্টির পানি কাপড়ে দিয়ে ছেকে ড্রামে সংরক্ষণ করে রাখা হয় রান্নার জন্য। কিন্তু কাপড়টি ভুলবশত পানির মধ্যে পড়ে গিয়েছিল। দুপুরে সেই পানি দিয়ে রান্নার ভাত তেলাপিয়া মাছের ঝোল খাওয়ার পর ধীরে ধীরে ১৭ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। রাতে মাদ্রাসায় প্রাথমিক চিকিৎসা দিলেও তাদের শারিরীক অবস্থার উন্নতি না হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অনেক শিশুদের বাড়ি দুরে হওয়ায় তারা হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাচ্ছে। তবে শিশুদের জন্য রান্নার আগে পানি সহ অন্যান্য জিনিস খেয়াল করে না দেখাটাই ভুল হয়েছে। 8,232,435 total views, 12,427 views today |
|
|
|