সেপ্টেম্বর ২২, ২০২২
‘‘এখন সবাই বলছে তোমার মেয়ে তো জিতে গেছে’’ মাসুরার পিতা রজব আলী বলেন............
সুপ্রভাত ডেস্ক: মাসুরার পিতা মো: রজব আলী বলেন, “এখন বাইরে গেলে সবাই বলছে তোমার মেয়ে তো জিতে গেছে। তখন খুব ভালো লাগছে। এখন মনে হচ্ছে আমার মেয়েকে বল (ফুটবল) খেলতে দেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল। আয় রোজগার খুব খারাপ ছিল। শহরে বাসা ভাড়া নিয়ে স্ত্রী সন্তানদের নিয়ে থাকতাম। ১১ মাস আগে সরকারের দেওয়া আট শতক জমিতে ছোট একটা ঘর করে সেখানে টিনের ছাউনি উঠেছি। যদি আমার একটা ঘর করে দিতো সরকার তবে মেয়েদের নিয়ে চিন্তামুক্ত হতাম।”
মসুরার পিতা এখন গর্বিত, ডিফেন্ডার মাসুরা বাড়ি এসে এবার তাকে মোটরভ্যান কিনে দেবেন।
মাসুরা যখন প্রথমদিকে খেলতে শুরু করেছিলেন, বিষয়টিকে ভালোভাবে নেননি তার বাবা, পরিবারটি এখন বলছে, দৃঢ় মনোবলে খেলা চালিয়ে যাওয়া মেয়ের কারণে এখন একটু ভালো থাকতে পারবেন তারা।
মাসুরা পারভীনের এমন সাফল্যে এখন নিতান্তই খুশি তার পরিবার। অনুভূতি জানাতে গিয়ে রজব আলী বলেন, ‘আমি গরীব মানুষ। খেলাধুলা বুঝি না। আগে ফলের ব্যবসা করতাম। পরে ভ্যান চালাতাম, তবে ভ্যানটি নষ্ট হয়ে গেছে। তাছাড়া আমিও একটু অসুস্থ সে কারণে ভ্যানটি চালাতে পারছি না।’ মাসুরা পারভীনের মা ফাতেমা বেগম বলেন, “মেয়ের এমন জয়ে আমি খুব খুশি। জয়ী হওয়ার পর ফোন দিয়েছিল। আমার জন্য, বোন-বাবার জন্য কেনাকাটা করে নিয়ে আসবে বলেছে। সবার কাছে আমার মেয়ের জন্য দোয়া চাই।” তার বোন সুরাইয়া ও সুমাইয়া বলেন, “বড়বোনের এমন অর্জনে এখন আমাদের গৌরব হচ্ছে। সবাই ভালো বলছে।” সাতক্ষীরার কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের আলাইপুর গ্রামের বাসিন্দা ছিলেন মাসুরার বাবা। তবে ১৯৭৩ সালে আট বছর বয়সে জন্মস্থান ত্যাগ করে সাতক্ষীরা শহরে চলে আসেন রজব আলী। এ শহরেই জন্ম হয় তিন কন্যার। মাসুরা পারভীন জয়ের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “এই জয়ে আমরা খুবই আনন্দিত। এই জয় একা আমার বা আমাদের জয় নয় জয়টি পুরো বাংলাদেশের জয়।” সামাজিক বাধা পেরিয়ে খেলাধুলা চালিয়ে যাওয়া আর দক্ষিণ এশিয়া জয়ী হওয়ার পর সমাজের অন্য মেয়েদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা এই প্রশ্নের উত্তরে প্রথমে দীর্ঘশ্বাস ফেলেন মাসুরা।
তিনি বলেন, “আগে অনেক মেয়েরা খেলাধুলা জানতো না। আমরা যে জয়টা করেছি এটা পুরো বাংলাদেশ দেখেছে। মেয়েরাও দেখছে। এখন আমাদের বলা লাগবে না এখন তারা নিজেরাই আসবে। খেলাধুলা লেখাপড়া একসাথে থাকা ভালো দিক।” 8,254,831 total views, 3,740 views today |
|
|
|