সেপ্টেম্বর ১৮, ২০২২
ঈশ্বরীপুরে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু
![]() সুন্দরবনাঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধূমঘাট মটেরচকে পানিতে ডুবে এক গৃহবধূর অকাল মৃত্যু হয়েছে। মৃত গৃহবধূ মটেরচক গ্রামের জয়ন্ত মন্ডলের স্ত্রী একাদশী মন্ডল (২০)। গৃহবধূর পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে একাদশী প্রতিবেশী সুবাস সরকারের পুকুরে দুপুরে গোসল করতে যায়। হঠাৎ সে পা পিছলে পুকুরে পড়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে তার সাথে থাকা বৃদ্ধা সবিতা পাশের বাড়িতে জানায়। প্রতিবেশীরা ছুটে এসে একাদশীকে পুকুর থেকে উদ্ধার করলেও তার মধ্যে সে মৃত্যুবরণ করে। একাদশীর ছয় মাস বয়সী কন্যা সন্তান আছে। পরিবার সূত্রে আরো জানা যায়, একাদশীর সাথে জয়ন্ত মন্ডলের এক বছর ছয় মাস পূর্বে বিয়ে হয়। সে সাঁতার জানতো না। একাদশীর অকাল মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 5,944,958 total views, 224 views today |
|
|
|