প্রেস বিজ্ঞপ্তি : ভারতের পশ্চিম বাংলার উত্তর ২৪ পরগনার বসিরহাটে বাংলাদেশের সাতক্ষীরা জেলার ঈক্ষণ সাহিত্য পত্রসহ একসাথে ১২টি পত্রিকার মোড়ক উন্মোচন হ’ল। সে উপলক্ষে গত ২৫ সেপ্টেম্বর সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত আবৃত্তি, গান, নৃত্যের তালে তালে বসিরহাট টাউন হাইস্কুল মিলনায়তন মেতে উঠেছিল লিটল ম্যাগাজিন প্রকাশনার এক আনন্দঘন মুহূর্তে। ১২টি লিটল ম্যাগাজিন একত্রে প্রকাশ হয়েছে। যার মধ্যে রয়েছে সাতক্ষীরায় সাড়ে তিন দশক ধরে প্রকাশিত দেশ বিদেশে সুপরিচিত লিটল ম্যাগাজিন ঈক্ষণ। পত্রিকা প্রকাশ উপলক্ষে আমন্ত্রিত হয়েছিলেন ঈক্ষণ পত্রিকার সম্পাদক সংগঠক, কবি পলটু বাসার। ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের ত্রৈমাসিক পত্রিকা হিসেবে ঈক্ষণ যাত্রা শুরু করে ১৯৮৭ সালে। একটি প্রগতিশীল পত্রিকা হিসেবে ইতোমধ্যে পত্রিকাটি সুধিমহলে সমাদৃত হয়েছে।
দুর্গাপূজার মহালয়া উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বসিরহাটের বিভিন্ন পত্রিকার সম্পাদকবৃন্দ ও সাহিত্যিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রকাশিত পত্রিকাগুলো হ’ল- বাংলাদেশের পলটু বাসারের ঈক্ষণ, বসিরহাটের জয়ন্তী চট্টোপাধ্যায়ের তরঙ্গ প্রবাহ, দীপক আঢ্য’র বিবস্বান, তমাল কুÐু ও তৃপ্তি ঘোষের ধূলিকণা, অয়ন বিশ্বাসের জনান্তিক, উত্তম সেনের বিবেক, সুস্মিতা সাহার আলোক, আশিস হালদারের অনঘ, সরোজ কুমার মাইতির কাশফুল, তপন কুমার মÐলের আমার পত্রপুট, ব্যাসদেব গাইনের শাশ্বত আলাপন আর মলয় দাসের জেলা হিতৈষী। প্রদীপ প্রজ্জ্বলন ও নজরুল সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রবীণ সাহিত্যিক জয়ন্তী চট্টোপাধ্যায়, কবি পলটু বাসার, আজকালের সাংবাদিক স্বদেশ ভট্টাচার্য, প্রবীণ শিক্ষক ও সাহিত্যিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুকুমার রক্ষিত, সাহিত্যিক তারা বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপন করেন অনুপম ভট্টচার্য ও আঁখি রক্ষিত। বসিরহাট লিটল ম্যাগাজিন রাইটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন কর্তৃক আয়োজিত হয় অনুষ্ঠানটি।