নিজস্ব প্রতিনিধি: আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তর মহাখালীর ডেপুটি ডিরেক্টর ডা. সৈয়দ কামরুল হাসান। রবিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় তিনি আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের সাথে প্রাথমিক সাক্ষাৎ শেষে তিনি কমপ্লেক্সের অপারেশন থিয়েটার পরিদর্শন, পুরাতন যন্ত্রাংশ (ব্যবহার উপযোগি ও অনুপযোগি) তালিকা, রোগীদের রান্নাঘর, রোগীদের ওয়ার্ড, স্টোর রুম, রোগীদের ঔষধের মানসহ হাসপাতালে সার্বিক খোঁজ খবর নিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুল হক, আরএমও ডা. দীপন কুমার বিশ্বাস, ডা. প্রসূন কুমার মন্ডল, ডা. আব্দুর রহমান, ডা. নয়ন, ডা. আশিক, ডা. শহিদুল্লাহ, ডা. ফরহাদ, ডা. কৃষ্ণা বসাক, ডা. মিনাক বিশ্বাস, সেনেটারি ইন্সপেক্টর গোলাম মোস্তফা, ক্যাশিয়ার জাহিদুল ইসলাম প্রমুখ।
8,255,197 total views, 4,106 views today