সেপ্টেম্বর ২৩, ২০২২
আশাশুনি মটর সাইকেল সমিতির ত্রিবার্ষিক নির্বাচন শাহেদ সভাপতি, ফেরদৌস সেক্রেটারি
![]() নিজস্ব প্রতিনিধি : আশাশুনি মটর সাইকেল চালক সমবায় সমিতি লিঃ এর ত্রিবার্ষিক নির্বাচন ২০২২ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ত্রিবার্ষিক নির্বাচনে আনিছুর রহমান শাহেদ সভাপতি ও ফেরদৌস হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মটর সাইকেল চালক সমিতি কার্যালয়ে শুক্রবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। ৭৫৮ জন ভোটারের মধ্যে ৫৭৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে আনিছুর রহমান শাহেদ (আনারস প্রতীক) ২৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুহুল আমিন (ছাতা প্রতীক) ২৭০ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে ফেরদৌস হুসাইন (তালাচাবি প্রতীক) ২৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জুলফিকার আলী (বই প্রতীক) পেয়েছেন ২৬৮ ভোট। সভাপতি পদে ২৪ টা ভোট ও সাধারণ সম্পাদক পদে ২১ টা ভোট বাতিল ঘোষণা করা হয়। এরআগে সহ-সভাতি পদে লোকমান মোড়ল ও কোষাধ্যক্ষ পদে রেজাউল করিম ফুলবাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শিক্ষক আ ন ম আলমগীর কবির, সদস্য শিক্ষক রবিউল ইসলাম ও রাকিবুল ইসলাম। 5,944,073 total views, 1,885 views today |
|
|
|