সেপ্টেম্বর ১, ২০২২
আশাশুনির শ্রীউলায় জেলা পরিষদ প্রশাসক নজরুল ইসলামের মতবিনিময়
কামাল হোসেন : শ্রীউলা প্রতিনিধি: সাতক্ষীরায় আগামী ১৭ ই অক্টোবর সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে মত বিনিময় করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব নজরুল ইসলাম। তিনি দুপুর ১ টায় আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দীপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব নজরুল ইসলাম তিনি বলেন বিগত সময়ে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রসা, ও মন্দিরে ব্যাপক উন্নয়ন করা হয়েছে। মহামারি করোনা কালে পরিষদের পক্ষে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি শেখ আব্দুর হারুন, সাবেক সভাপতি এস,এম শওকত হোসেন, রাশেদুজ্জামান রাশি যুগ্ম সাধারণ সম্পাদক সাতক্ষীরা পৌর আওয়ামী লীগ, ফিংড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুর রহমান, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান তানভীর হুসাইন সুজন, আসিফ শাহবাজ খান কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য, আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন লাকী,সাবেক সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শিক্ষক শামীমুজ্জামান পলাশ,আশাশুনি উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ সভাপতি মুকুল হোসেন। এর আগে তিনি আশাশুনি উপজেলার কুল্যা, দরগাহপুর, শোভনলী ও আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে মতবিনিময় করেন। 8,232,420 total views, 12,412 views today |
|
|
|