নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে দাখিল পরীক্ষায় প্রক্সি দিয়ে ধরা খেয়েছে এক সন্তানের জননী হাসনা হেনা। তবে কর্তৃপক্ষ তাকে আইনের হাতে তুলে দেওয়ার আগেই তাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন তিনি। এ ঘটনায় মূল পরীক্ষার্থী লিপিকা খাতুনকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সোমবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার গুনাকরকাটি মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কেন্দ্র সচিব মাওঃ এমদাদুল হক জানান, পরীক্ষা চলাকালে জোনাব আলী গাজী দারুছুন্নাহ দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী লিপিকা খাতুন (রোল নং ১৯৬৮৪৮) এর পরিবর্তে হাসনা হেনা নামে একজন পরীক্ষায় অংশ নেয়।
অভিযোগ পেয়ে তদন্ত শুরু করলে এক পর্যায়ে সত্যতা পাওয়ার পরে ভূয়া পরীক্ষার্থী হাসনা হেনাকে অফিস কক্ষে বসিয়ে রাখার পর মূল পরীক্ষার্থী লিপিকা খাতুনকে বহিস্কারের ঘোষণা করা হয়। ৫ মাস বয়সী দুগ্ধপোষ্য শিশুর মা হাসনা হেনা ক্রন্দনরত বাচ্চাকে দুধ খাওয়াতে পাশের কক্ষে গিয়ে সেখান থেকে টয়লেটে যাওয়ার কথা বলে কৌশলে পালিয়ে যায়। পুলিশ ও কেন্দ্র কর্তৃপক্ষ কেন্দ্রের আশপাশে অনেক খোঁজাখুঁজির করেও তার কোন সন্ধান মেলেনি।
খবর পেয়ে প্রথমে উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ও পরবর্তীতে ইউএনএ ইয়ানুর রহমান কেন্দ্রে গিয়ে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে কেন্দ্র সচিবকে নির্দেশ প্রদান করেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে ঘটনার প্রতিবেদন ইউএনও স্যারকে লিখিত ভাবে দিয়েছি।