সেপ্টেম্বর ১৯, ২০২২
আশাশুনির কুল্যায় ঘটক সেজে অভিনব চুরি
নিজস্ব প্রতিনিধি : আশাশুনির কুল্যা গ্রামে ঘটক সেজে বিয়ের কনে দেখার ছলে অভিনব কায়দায় স্বর্ণালংকার চুরি করে পালিয়েছে এক চোর। সোমবার দুপুর ১ টার দিকে কুল্যা গ্রামের নাসির উদ্দিন সরদারের বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। নাছির উদ্দিন সরদার জানান, দুপুর ১ টার দিকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিজেকে ঘটক পরিচয় দিয়ে আমার বাড়িতে আসে। ছেলে পিছনে আসছে বলে ঘটক মেয়েকে সাজাতে বলে। মেয়ে সোনার গহনা পরে সেজেগুজে নিলে ঘটক মেয়েকে বলে মা তুমি তো পরীক্ষা দিয়ে এলে, একটু হাত মুখ ভাল করে ধুয়ে নাও তাহলে ভাল দেখা যাবে। আর বাড়ির লোকদেরকে বলে ছেলে এসেই গেল, আপনারা রাস্তার মুখে দাঁড়ান যাতে সে চিনতে পারে। আমরা ঘরের বাইরে গেলে ঘটক কৌশলে ৪/৫ ভরি স্বর্ণালংকার নিয়ে বাইরে যায়। এত দেরি হচ্ছে কেন বলে মোটর সাইকেলে ছেলেকে এগিয়ে আনতে গিয়ে সে লাপাত্তা হয়ে যায়। মেয়ে হাত মুখ ধুয়ে ফিরে দেখে ঘরে গহনা নেই। তখন বিষয়টি বুঝতে পেরে আমরা চারিদিকে ঘটকের খোঁজ করলেও তাকে আর পাওয়া যায়নি। 8,283,633 total views, 5,274 views today |
|
|
|