সেপ্টেম্বর ১৪, ২০২২
আশাশুনিতে ৫ দফা দাবিতে পিআইও অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের কর্মবিরতি পালন
সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে ৫ দফা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কর্ম বিরতি পালন করেছে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আন্দোলনকারীদের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান বলেন- দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন, জেলা (ডিআরআরও), উপজেলা (পিআইও) ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পদ ও নাম পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূণ্য পদ পদোন্নতি/চলতি দায়িত্ব নিয়োগের মাধ্যমে পূরণ করার দাবিতে গত ১২ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আমরা সারাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের মাধ্যমে শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি। আমাদের ন্যায্য দাবি না মানা পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবেই এ আন্দোলন চালিয়ে যাব। এসময় উপস্থিত ছিলেন- অফিস সহকারী আবুল হোসেন, অফিস সহায়ক রবিউল ইসলাম, কার্য সহকারী (ব্রীজ প্রকল্প) মনিরুজ্জামান মনি ও কার্য সহকারী (সাইক্লোন শেল্টার) আলামিন হোসেনসহ অফিসের অন্যান্য কর্মচারীবৃন্দ। 8,590,712 total views, 7,398 views today |
|
|
|