সেপ্টেম্বর ৯, ২০২২
আশাশুনিতে মহানবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলার পুইজালা গ্রামে ইসলাম ধর্ম সৃষ্টিকর্তা ও প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মাননবন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকালে পুইজালা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। পুইজালা এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন চলাকালে মুহুর্মূহ শ্লোগান সহকারে শত শত ধর্মপ্রাণ মানুষের অংশ গ্রহণে বক্তব্য রাখেন, পশ্চিম পুইজালা মোড়লবাড়ী জামে মসজিদের ইমাম মিজানুর রহমান মোড়ল, পুইজালা জামে মসজিদের ইমাম আঃ মান্নান, শিক্ষার্থী হাবিবুর রহমান প্রমুখ। বক্তাগণ বলেন, দক্ষিণ পুইজালা গ্রামের গুরুপদ বাছাড়ের ছেলে মিহির কান্তি বাছাড় সৃষ্টিকর্তা, ইসলাম ধর্ম ও বিশ্বনবী মুসলিম সম্প্রদায়ের প্রাণ প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে চরম ধৃষ্টতাপূর্ণ, কুরুচিপূর্ণ ও মুসলিম সম্প্রদায়ের প্রতি অপমান ছুড়ে দিয়ে মন্তব্য করেছে তা ক্ষমার অযোগ্য। পুলিশ প্রশাসন ইতিমধ্যে তাকে গ্রেফতার করায় ওসি মমিনুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে বক্তারা অতিদ্রæত দোষীকে বিচারের মুখোমুখি করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। 8,283,544 total views, 5,185 views today |
|
|
|