নিজস্ব প্রতিনিধি : আশাশুনি সদরে প্রকাশ্য দিবালোকে সড়কের উপর থেকে মোটর সাইকেল চুরি হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুর ১.৩০ টার দিকে এঘটনা ঘটে।
আশাশুনি উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি বদরুদ্দোজা সানার ছেলে সোহাগ মামুনের ব্যবহৃত ১৫০ সিসি পালসার মোটরসাইকেল (যার নং- খুলনা- মেট্রো ল-১২-৮১৪২) সদর ইউনিয়ন পরিষদের রাস্তায় ঢালীবাড়ির সামনে থেকে ঘাড়ের লক ভেঙ্গে চোরেরা চুরি করে নিয়ে যায়। আশাশুনি থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর হোসেন জানান, এখনো কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
8,276,666 total views, 11,095 views today