সেপ্টেম্বর ৪, ২০২২
আশাশুনিতে কৃষকলীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা
সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের উপর আলোচনা ও বাংলাদেশ কৃষকলীগ আশাশুনি উপজেলা শাখার নব গঠিত কার্যকরী কমিটির পরিচিতি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৃষকলীগ আশাশুনি উপজেলা শাখার নব নির্বাচিত সভাপতি এন এম বি রাশেদ সরোয়ার শেলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিলাল সরকারের সঞ্চালনায় জাতীয় শোক দিবসের আলোচনায় আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, শ্রীল ইউপি চেয়ারম্যান ও শ্রীউলা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি দিপংকর বাছাড় দিপু, আশাশুনি নাগরিক কমিটির সহ-সভাপতি ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি এম এম সাহেব আলি। অনুষ্ঠানে উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি এস এম বদরুদ্দোজা, উপদেষ্টা মাইদুল ইসলাম বাবলু, উপদেষ্টা আলা উদ্দিন লাকী, উপদেষ্টা সমরেশ চন্দ্র মন্ডলসহ উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরআগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যাদন করেন অতিথিবৃন্দ। 8,231,886 total views, 11,878 views today |
|
|
|