ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরায় সাড়ে ৭ কেজি রূপাসহ দুই চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। শনিবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের অদূরে আলিপুর পাচানি মোড় এলাকা থেকে রূপাসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানি ছয়ঘরিয়া এলাকার মৃত শওকত আলীর ছেলে মো. ইব্রাহিম হোসেন (২৬) এবং কাথন্ডা এলাকার রইচ উদ্দীন সরদারের ছেলে আব্দুল ওয়াজেদ (৪২)।
ঘটনাস্থল থেকে এএসআই আনোয়ার হোসেন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানার এসআই মিনহাজের নেতৃত্বে তিনি রূপাসহ দুই চোরকারবারীকে আটক করেত সক্ষম হন’। অভিযানে নেতৃত্বদানকারী এসআই মিনহাজ আটকের সত্যতা নিশ্চিত করে জানান, ‘রূপাসহ আটককৃতদের থানায় নেওয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে’।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/