সেপ্টেম্বর ১১, ২০২২
অপহরন মামলার আসামী নয়ন যশোরে গ্রেফতার ভিক্টিম উদ্ধার
![]() নিজস্ব প্রতিনিধি : অপহরন মামলার আসামী নয়নকে যশোর থেকে গ্রেফতার সহ ভিক্টিমকে উদ্ধার করেছে আশাশুনি থানা পুলিশ। আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ মমিনুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসাইন মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইমরান হোসেন শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছা থানা পুলিশের সহায়তায় অপহরন মামলার আসামী নয়নকে ঝিকরগাছা থানার গদখালী গ্রামে একটি ভাড়া বাসা থেকে আটক করে ভিক্টিম স্কুল ছাত্রীকে উদ্ধার করেন। মামলার বিবরণে জানা গেছে, কালীগঞ্জ থানার রেজাউল সরদারের মেয়ে আশাশুনির শোভনালী ইউনিয়নের গোদাড়া গ্রামের নানার বাড়ী থেকে স্কুলে লেখাপড়া করত। স্কুলে যাতায়াতের পথে আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে আল মামুন হোসেন নয়ন (২৩) তাকে উত্যক্ত করতো। এক পর্যায়ে তাকে অপহরন করা হয়। এ ব্যাপারে স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে আশাশুনি থানায় ২০(০৮)২২ নং মামলা দায়ের করেন। 5,943,930 total views, 1,742 views today |
|
|
|